আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারে এনসিপির প্রচার, চলছে সমাবেশে যোগদানের প্রস্তুতি

- Update Time : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৬ Time View
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি, ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা।
দলের একজন সক্রিয় কর্মী মোহাম্মদ তুহিন জানান, রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জুলাইয় অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচিতে অংশ নিতে সাভার থেকে অন্তত ২০ থেকে ২৫টি বাসভর্তি নেতাকর্মী ঢাকায় যাবেন বলে আশা করেন তিনি।
সমাবেশের প্রচারপত্রে আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসনামলে সংঘটিত বিভিন্ন ঘটনা তুলে ধরে দলটি জানিয়েছে, এসব অপরাধের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে। তারা দাবি করেছে, আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দলটির রাজনীতি নিষিদ্ধ করা হোক।
প্রচারপত্রে উল্লেখ করা সাতটি প্রধান অভিযোগের মধ্যে রয়েছে— ১. ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। ২. বিচারবহির্ভূত হত্যা, গুম ও ক্রসফায়ার। ৩. ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণ। ৪. ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানে প্রাণহানি। ৫. দুর্নীতি, ব্যাংক লুট ও অর্থপাচার। ৬. ২০২১ সালে মোদির সফরের প্রতিবাদে সহিংস হামলা। ৭. জুলাই মাসে গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতা ও প্রাণহানি।
এছাড়া, তারা দাবি করেছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ‘ভুয়া নির্বাচন’-এ জড়িতদের বিচারের আওতায় এনে ভবিষ্যতে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির, সাভার অঞ্চলের আরেক স্বয়ংক্রিয়, কর্মী মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তামিম জানিয়েছে, এই প্রচার অভিযান সারাদিন বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়