আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কুবিতে বিক্ষোভ

- Update Time : ০৫:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৪০ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার এর দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিজয়-২৪ হলের গেটে গিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ বলে স্লোগান দেয়।
এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবীর বলেন, ‘প্রিয় সংগ্রামী ভাইয়েরা আপনারা দেখেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে তারা কর্মসূচি দিয়েছে। তারা জানে না ৫ আগস্ট আমরা তাদের যেভাবে বিতাড়িত করেছি একইভাবে এবারও আমরা তাদের বিতাড়িত করব। সংগ্রামী ভাইয়েরা আপনাদের বলতে চাই যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের দোসর, দালালদের পাবেন সাথে সাথে তাদেরকে পুলিশ প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন। আমাদের নিরবতাকে তারা মনে করেছে আমাদের দুর্বলতা। তোমরা যদি রাজপথে নেমে আসো তাহলে তোমাদের আর ছাড় দেওয়া হবে না। আমরা বলতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিত হয়েছিল। ফেব্রুয়ারিতে তোমরা যদি মাঠে নামো তাহলে কুবিয়ানরাও মাঠে নেমে আসবে।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি আওয়ামী লীগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়