আওয়ামী লীগের উপ কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হলেন ঢাবির উপ-উপাচার্য

- Update Time : ০১:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ৪৮৪ Time View
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
সোমবার (২৪ জুলাই) রাতে এই আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ কমিটির অনুমোদন দেন।
আন্তর্জাতিক বিষয়ক এ উপ কমিটিতে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেনকেও একই পদে রাখা হয়েছে ।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিমকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল।
আন্তর্জাতিক বিষয়ক এই উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। আর সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।