ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৭ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগকে বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য নির্বাচিত সরকার দরকার। সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।

তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটি আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক’ এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন। অন্যান্যদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গাজী ইয়াকুব ওসমানি, মুরাদনগর উপজেলা নায়েবে আমির আমিনুল ইসলাম, সাবেক এমপি কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগকে বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগকে বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য নির্বাচিত সরকার দরকার। সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।

তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটি আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক’ এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন। অন্যান্যদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গাজী ইয়াকুব ওসমানি, মুরাদনগর উপজেলা নায়েবে আমির আমিনুল ইসলাম, সাবেক এমপি কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।