ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১০:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৩ Time View

আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচারের নিশ্চয়তা চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠিকে রাজনিতীতে ফেরানোর যেকোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ বলেও জানান তিনি।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি অভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগের হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল।

নাহিদ বলেন, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী রেজিমে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সব ধরনের হত্যাকাণ্ড, গুম, ভোট ডাকাতি, চব্বিশের গণহত্যার বিচার হওয়ার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ধরণের বক্তব্য হতাশাজনক।

তিনি বলেন, এনসিপি জুলাই গণহত্যাসহ বিগত সময়ে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। চলাকালীন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্টিকে রাজনিতীতে ফেরানোর যেকোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ

রাজনীতি ডেস্ক
Update Time : ১০:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও অনিয়মের বিচারের নিশ্চয়তা চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠিকে রাজনিতীতে ফেরানোর যেকোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ বলেও জানান তিনি।

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি অভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগের হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল।

নাহিদ বলেন, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী রেজিমে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সব ধরনের হত্যাকাণ্ড, গুম, ভোট ডাকাতি, চব্বিশের গণহত্যার বিচার হওয়ার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ধরণের বক্তব্য হতাশাজনক।

তিনি বলেন, এনসিপি জুলাই গণহত্যাসহ বিগত সময়ে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। চলাকালীন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্টিকে রাজনিতীতে ফেরানোর যেকোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গিকারবদ্ধ বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।