ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির সভায় মহসিন নাকভির কাছে এশিয়া কাপ চাইল ভারত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৮৪ Time View

এশিয়া কাপ

দুবাইয়ে গতকাল শুক্রবার আইসিসির সভা হয়েছে। আইসিসির প্রধান কার্যালয়ে পিসিবি চেয়ারম্যান এবং এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী সভায় অংশ নেন। সেখানে তার কাছে তাৎক্ষণিকভাবে এশিয়া কাপের শিরোপা দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সভায় বিসিসিআই-এর পক্ষ থেকে সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন। ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই-এর শিরোপা চাওয়ার মধ্যে কোন আন্তরিকতা ছিল না, বরং সিরিয়াস মুডেই শিরোপা চেয়েছে ভারত।

নাকভিকে ইঙ্গিত করে সাইকিয়া বলেন, এসিসির ক্ষমতা দেখিয়ে তিনি ভারতের অর্জিত এশিয়া কাপ নিজের কাছে রেখে দিয়েছেন। যেটা অনৈতিক। তাৎক্ষণিকভাবে এই শিরোপার দাবি করেন বিসিসিআই-এর প্রতিনিধি। সংবাদ মাধ্যম জানিয়েছে, এশিয়া কাপ বিষয়ে দুই পক্ষের অনানুষ্ঠানিক আলাপ হয়েছে।

ভারতের এশিয়া কাপ হস্তান্তর বিষয়ে একটি কমিটি গঠনের দাবি ওঠে বলেও জানিয়েছে ক্রিকবাজ। তবে শুক্রবার সভা শেষ হওয়া পর্যন্ত কোন কমিটি গঠন করা হয়নি। পাকিস্তানকে হারিয়ে ভারতের জেতা এশিয়া কাপের শিরোপা দুবাইয়ে এসিসির অফিসে তালাবদ্ধ আছে। এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নাকি কড়া নির্দেশ দিয়েছেন, তার অনুমতি ছাড়া যেন শিরোপা না ছোঁয়া হয়।

Please Share This Post in Your Social Media

আইসিসির সভায় মহসিন নাকভির কাছে এশিয়া কাপ চাইল ভারত

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৪:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

দুবাইয়ে গতকাল শুক্রবার আইসিসির সভা হয়েছে। আইসিসির প্রধান কার্যালয়ে পিসিবি চেয়ারম্যান এবং এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী সভায় অংশ নেন। সেখানে তার কাছে তাৎক্ষণিকভাবে এশিয়া কাপের শিরোপা দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সভায় বিসিসিআই-এর পক্ষ থেকে সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন। ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই-এর শিরোপা চাওয়ার মধ্যে কোন আন্তরিকতা ছিল না, বরং সিরিয়াস মুডেই শিরোপা চেয়েছে ভারত।

নাকভিকে ইঙ্গিত করে সাইকিয়া বলেন, এসিসির ক্ষমতা দেখিয়ে তিনি ভারতের অর্জিত এশিয়া কাপ নিজের কাছে রেখে দিয়েছেন। যেটা অনৈতিক। তাৎক্ষণিকভাবে এই শিরোপার দাবি করেন বিসিসিআই-এর প্রতিনিধি। সংবাদ মাধ্যম জানিয়েছে, এশিয়া কাপ বিষয়ে দুই পক্ষের অনানুষ্ঠানিক আলাপ হয়েছে।

ভারতের এশিয়া কাপ হস্তান্তর বিষয়ে একটি কমিটি গঠনের দাবি ওঠে বলেও জানিয়েছে ক্রিকবাজ। তবে শুক্রবার সভা শেষ হওয়া পর্যন্ত কোন কমিটি গঠন করা হয়নি। পাকিস্তানকে হারিয়ে ভারতের জেতা এশিয়া কাপের শিরোপা দুবাইয়ে এসিসির অফিসে তালাবদ্ধ আছে। এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নাকি কড়া নির্দেশ দিয়েছেন, তার অনুমতি ছাড়া যেন শিরোপা না ছোঁয়া হয়।