আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

- Update Time : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৭৩ Time View
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে শুক্রবার (৬ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন।
পরিবহন মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা এবং ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
গত মাসে দেশটির গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।
পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে ১,৫০০ লোক মারা যায়। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরানো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।
নওরোজ/এসএইচ