ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক
  • Update Time : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৩০৫ Time View

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় আগামী শনিবার থেকে আবার মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটার ভারতে ফিরতে আগ্রহী নয়। সে সুযোগে আইপিএলের বাকি অংশের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলের মেগা নিলামে নাম দিয়েও অবশ্য অবিক্রিত ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। তখন ফিজের ওপর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু আসরের মাঝপথে ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস

মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ায় মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলোতে বাঁহাতি এই পেস বোলার দিল্লির বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মুস্তাফিজ একাধিকবার আইপিএলে সফলভাবে খেলেছেন এবং তার কাটার ও স্লোয়ারে উইকেট নেয়ার সামর্থ্য দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক আসরেই শিরোপাও জেতেন তিনি। তার হাতে উঠেছিল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

এবার আবারও দিল্লির হয়ে মাঠে নামছেন মুস্তাফিজ। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০২২ ও ২০২৩ আসরে খেলেছেন এই বাঁহাতি পেসার। যদিও বিসিবি থেকে মুস্তাফিজ অনাপত্তিপত্র পাবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। কারণ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তাই আপাতত সেই উত্তরের অপেক্ষাতেই থাকতে হবে বাংলাদেশি ভক্তদের।

Please Share This Post in Your Social Media

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক
Update Time : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় আগামী শনিবার থেকে আবার মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটার ভারতে ফিরতে আগ্রহী নয়। সে সুযোগে আইপিএলের বাকি অংশের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলের মেগা নিলামে নাম দিয়েও অবশ্য অবিক্রিত ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। তখন ফিজের ওপর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু আসরের মাঝপথে ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস

মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ায় মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলোতে বাঁহাতি এই পেস বোলার দিল্লির বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মুস্তাফিজ একাধিকবার আইপিএলে সফলভাবে খেলেছেন এবং তার কাটার ও স্লোয়ারে উইকেট নেয়ার সামর্থ্য দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক আসরেই শিরোপাও জেতেন তিনি। তার হাতে উঠেছিল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

এবার আবারও দিল্লির হয়ে মাঠে নামছেন মুস্তাফিজ। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০২২ ও ২০২৩ আসরে খেলেছেন এই বাঁহাতি পেসার। যদিও বিসিবি থেকে মুস্তাফিজ অনাপত্তিপত্র পাবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। কারণ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তাই আপাতত সেই উত্তরের অপেক্ষাতেই থাকতে হবে বাংলাদেশি ভক্তদের।