সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে

- Update Time : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ১০৬ Time View
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, বিগত কয়েক মাসের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, শহরের যানজট নিরসনে ও ফুটপাথকে হকারমুক্ত করতে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।
সভায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গত ১ মাসের কর্মকান্ড তুলে ধরে বলেন, মজলিশপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। সুলতানপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আগামী মাস থেকে শহরের পুরাতন কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে করা হবে।
তিনি বলেন, চুরি-ছিনতাইরোধে নৈশকালীন টহল ব্যবস্থা আরো জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
সভায় বক্তারা শহরের যানজট নিরসনকল্পে ট্রাফিকিং ব্যবস্থা আরো জোরদার, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি-ছিনতাইরোধে রাতের বেলা পুলিশী টহল জোরদার, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, উপজেলার মজলিশপুর ও সুলতানপুরে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপন, নিউ মার্কেটের পিছনের রাস্তায় অবৈধভাবে গড়ে উঠা কসাইখানা অপসারণ, দিনের বেলা শহওে পন্যবাহী ট্রাক ঢুকতে না দেয়া এবং শহরের পুরাতন কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে করার দাবি জানান।
বক্তারা বলেন, যানজট নিরসনে প্রতিদিন ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশী চৌকি বসিয়ে অবৈধ যানবাহনকে জরিমানা করছে। বক্তারা এই জরিমানাটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়