আইন শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত

- Update Time : ০২:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ২৮ Time View
ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে প্রথমবারের মতো আইন শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
শনিবার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে ‘পারস্পরিক মতবিনিময়: সুপ্রিম কোর্ট ও আইন শিক্ষার্থীদের মধ্যে সংলাপ’ শিরোনামের স্টুডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রোববার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতি বিশ্ববিদ্যালয় থেকে চারজন করে (লিঙ্গ-সমতার ভিত্তিতে মনোনীত) শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।
স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী।
কনফারেন্সে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মু. হাসানুজ্জামান।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমন্ত্রিত অতিথিরা এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের দপ্তরের কর্মকর্তারা।
এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংক্রান্ত জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের পক্ষে জিআইজেড বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় ধাপে আগামী সেপ্টেম্বর মাসে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে একই ধরনের একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগের কার্যকারিতা, স্বচ্ছতা ও জনসেবায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে একটি রোডম্যাপ বাস্তবায়নের কাজ শুরু করেছে।
গত বছর ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ওই রোডম্যাপ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও জেলা আদালতের বিচারকদের সামনে। এরপর থেকে দেশি-বিদেশি অংশীজনের সঙ্গে বৈঠক, সেমিনার ও কর্মশালার মাধ্যমে বিচারব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া বিচারপ্রার্থীদের জন্য সহজ ও দ্রুত বিচারসেবা নিশ্চিত করতে এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপ আয়োজন করে সুপ্রিম কোর্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন সংলাপ ভবিষ্যতের আইন পেশাজীবীদের জন্য বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিচারব্যবস্থার জন্যও এটি একটি নতুন দৃষ্টিভঙ্গির উৎস হতে পারে। সুপ্রিম কোর্ট মনে করে, শিক্ষা ও অভিজ্ঞতার এই মেলবন্ধন দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে সহায়ক হবে।