ব্রেকিং নিউজঃ
আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

নওরোজ ডেস্ক
- Update Time : ১২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১৪৫ Time View
সুপ্রিম কোর্টের আইনজীবীরা আগামী ২০ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এ সৌজন্য সাক্ষাতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ অবকাশ শেষে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া এখানে একটি রেওয়াজ।
নওরোজ/এসএইচ