আইইবি’র সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- Update Time : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার মিট (APMEE 2025)-এ ‘বেস্ট পেপার অব দ্য সেশন’ বা সেশনের সেরা গবেষণাপত্রের পুরস্কার অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণাটি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. সাহিদুজ্জামান এর অধীনে ইইই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শামীম আহমেদ সম্পন্ন করেন।
গত রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আইইবির সদর দপ্তরের সেমিনার হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কৃত গবেষণাপত্রটির শিরোনাম- “Development of Low Cost Real-Time Kinematic GNSS System for Precise Positioning in Bangladesh”। বাংলাদেশে অত্যন্ত কম খরচে নিখুঁত অবস্থান নির্ণয়ের জন্য রিয়েল-টাইম কাইনেমেটিক জিএনএসএস সিস্টেম উদ্ভাবন নিয়ে এই গবেষণাটি করা হয়।
গবেষক মো. সাজ্জাদ হোসেন বলেন, “এপিএমইই ২০২৫ থেকে এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে আমরা এই গবেষণা প্রকল্পটি নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (টেলিকম এবং আইটি) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে গবেষকদের এই ধরনের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দক্ষ প্রকৌশলী ও গবেষকদের উদ্ভাবনই বাংলাদেশের বিদ্যুৎ ও প্রযুক্তি খাতের আধুনিকায়নে প্রধান ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপস্থাপিত অসংখ্য পেপারের মধ্য থেকে সেরা পাঁচটি পেপারকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে জাককানিবির এই গবেষক দলের পেপারটি সেশনের সেরা হিসেবে নির্বাচিত হয়।






























































































































































































