অস্ত্র ও বুলেটসহ ভুয়া সমন্বয়ক গ্রেফতার

- Update Time : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩৯ Time View
দেশীয় অস্ত্র ও বুলেটসহ মাহাফুজার রহমান (৩৬) নামে এক ভুয়া সমন্বয়ককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল ব্রিজ নামক স্থান থেকে তাকে আটক করেন।
আটক মাহাফুজার রহমান কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মাওলানা পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর মাহাফুজার রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের জড়িত ছিলো। এ ঘটনায় শনিবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র (ছোরা) পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে কোনো ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি আটক হয়েছেন তার কোনো ছাত্রত্বও নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোনো অপকর্ম করে, এর দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্য রেড জুলাই নিবে না।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরান বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফিরোজ কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।