অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

- Update Time : ০৬:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৯২ Time View
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমির হোসেন মোল্লা নামে এক ব্যক্তি ও তার পরিবার। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় কতিপয় সন্ত্রাসী গত কিছুদিন যাবৎ তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত আইয়ুব আলীর নেতৃত্বে সফিকুর রহমান, মিরাজসহ একদল লোক তাকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে অস্ত্রের মূখে জিম্মি করে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে প্রায় তিন ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করে তাকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও একাধিক বার ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তিনি দাবী করেন স্ত্রী তিন কন্যাসহ পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি খুব সঙ্কিত। জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে উপযুক্ত বিচার দাবী করেন ভুক্তভোগী আমির হোসেন মোল্লা।