রোম যখন জ্বলে নিরু (সম্রাট সোলায়মান জেলা জজ) তখন বাঁশি বাজায়
অসুস্থ বাবাকে দেখার নাম করে সোলায়মান গেলেন গাড়ি কিনতে
- Update Time : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৮৭ Time View
দৈনিক নওরোজে, শরীয়তপুরের উগ্র মেজাজের জেলা জজ মোঃ সোলায়মানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের জের ধরে সৃষ্ট গণবিক্ষোভ ও আইনজীবিদের মানববন্ধনের পর আদালত বর্জনের কারনে অফিস থেকে পালিয়ে যান এই বিখ্যাত/কুখ্যাত জজ।
বাবার অসুস্থতার দোহাই দিয়ে দুই দিনের ছুটি নিয়ে দরখাস্তে দেখালেও আসলে তিনি তার অসুস্থ বাবাকে দেখতে যাননি!
তাহলে তিনি গেলেন কোথায়???
ছুটি নিয়েই তিনি গিয়েছেন তার পছন্দের গাড়ি কিনতে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে দেখা গেছে তেজগাঁয়ের Rancon গাড়ীর শোরুমে একটি দামী গাড়ি কিনতে।
যেকোন মূহূর্তে সাসপেন্ড হয়ে যাওয়ার ভয়ে আগেভাগেই সরকারী বরাদ্দকৃত টাকার দ্বিগুন দাম দিয়ে গাড়ী কিনলেন তিনি। জেলা জজের সাথে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গানম্যান ও সরকারী ড্রাইভারকে নিয়ে গাড়ী কিনে ঢাকায় অবস্থান করছেন তিনি। আছেন ফুরফুরে মেজাজে ঘুষখোড় এই জেলা জজ। সোলায়মানের পরিকল্পনা ছিল কোটি টাকা দামের গাড়ি কিনবেন কিন্ত সে আসায় গুড়ে বালি, নথি জালিয়াতীর টাকা দিয়েই কিনতে হলো দামী গাড়ি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































