অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থান দ্বিতীয়

- Update Time : ০৪:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৬ Time View
বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়। মিরাজের ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২৭ বর্ষী তারকা সেখানেই পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে। তালিকায় পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।
আইসিসির মাসসেরা তালিকায় থাকা মিরাজের এখন ৩২৭ রেটিং পয়েন্ট। শীর্ষে থাকা ভারতের জাদেজার (৪০০) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৭৩। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে হেরে যাওয়া ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন মিরাজ। দুই ইনিংসেই পেয়েছিলেন পাঁচটি করে উইকেট। পরে দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতান। তাতেই উঠে এসেছেন শীর্ষ দুইয়ে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। ৮ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। তার আগের সেরা অবস্থান ৬০ নম্বরে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়