অভিনেত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মুখ খুললেন অভিনেতা শামীম

- Update Time : ১১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১১ Time View
তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। সাধারণত শোবিজের কাজ নিয়েই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার হঠাৎ করেই বিতর্কের মুখে পড়েছেন। একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্তা করেছেন, এমনই অভিযোগ উঠেছে। সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেন।
ধর্ষণের হুমকি ও মাদক সেবনসহ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ করেন প্রিয়াঙ্কা যা নিয়ে সরব হয়ে উঠেছে বিনোদন অঙ্গন। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামীম হাসান সরকার।
মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, ‘তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই।
গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।’
শামীম হাসানের বিরুদ্ধে শুধু ধর্ষণের হুমকি নয়, মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা।
এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিটিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পাবে আমি মিডিয়া ছেড়ে দেবো।’
প্রিয়াঙ্কার আরো অভিযোগ ছিল, তার গায়ে হাত তুলেছেন শামীম। সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন অভিনেতা। বলেন, ‘আমার ক্যারিয়ার আজ ১০ বছর হল। আমার অভিনয় জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা বোন আছে। এছাড়া আমি কয়দিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পাবরে।’
মিথ্যা অভিযোগের কারণে প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে শামীম বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’
এ অভিনেতা বলেন, গতকাল (সোমবার) সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই।
শামীম হাসান সরকার বলেন, আমরা তো শুটিং করতে এসেছি। পরিচালকের কাজে যাই,টাকা পাই। এভাবেই জীবিকা নির্বাহ হয় আমাদের। এখানে তো আসলে টিকটক-রিলস করা…। প্রেশার আছে আমাদের। আমি দশ-পনেরোটা সিন করি, আমিও ক্যারেকটার আর্টিস্ট ছিলাম। ক্যারেকটার আর্টিস্ট চার-পাঁচটা করে। তখন দুইটা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার।
তিনি বলেন, সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে সট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’
এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে আসছো, নাকি টিকটক-রিলস করতে আসছো? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।
এ অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্তাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম।
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। এ অবস্থায় এদিন বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেতা।