ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা থেকে মুদি দোকানদার দেবের সহ-অভিনেতা সুরজিৎ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৮২ Time View

সুরজিৎ সেন ও দেব I ছবি: সংগৃহীত

টলিপাড়ার একসময়ের পরিচিত মুখ এবং খলনায়ক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা সুরজিৎ সেন। ‘হিরোগিরি’ থেকে ‘চ্যালেঞ্জ ২’— একের পর এক ছবিতে তার ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু পাঁচ বছর ধরে পর্দা থেকে উধাও এই অভিনেতা। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে আঙুল তোলেন তার স্ত্রী। তারপরে আলোচনায় আসেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ। বিগত পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। কিন্তু কীভাবে চলছে তার সংসার?

এ বিষয়ে সুরজিৎ বলেন, ‘১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!’

অভিনেতা জানান, ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন তিনি। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে যান সুরজিৎ। বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না।‘

জানা যায়, মূলত আইসক্রিম, নরম পানীয়র ব্যবসা তার। অভিনেতা বলেন, তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছে নেই তার। ব্যবসাতেই মনোযোগ দিতে চান। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-সহ একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে।

এদিকে সম্প্রতি সুরজিৎ সেনের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী রীতা মন্ডল। এ বিষয়ে রীতা মন্ডল বলেন, বিয়ের ১৭ দিনের মধ্যেই বর সুরজিৎ সেনের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। ‘সুরজিৎ মানুষ নয়, মানসিকতার দিক থেকে ও আমায় দানবের রূপ দেখিয়েছিল। এর পর থেকেই আলোচনায় আসেন সুরজিৎ।

Please Share This Post in Your Social Media

অভিনেতা থেকে মুদি দোকানদার দেবের সহ-অভিনেতা সুরজিৎ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

টলিপাড়ার একসময়ের পরিচিত মুখ এবং খলনায়ক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা সুরজিৎ সেন। ‘হিরোগিরি’ থেকে ‘চ্যালেঞ্জ ২’— একের পর এক ছবিতে তার ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু পাঁচ বছর ধরে পর্দা থেকে উধাও এই অভিনেতা। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে আঙুল তোলেন তার স্ত্রী। তারপরে আলোচনায় আসেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ। বিগত পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। কিন্তু কীভাবে চলছে তার সংসার?

এ বিষয়ে সুরজিৎ বলেন, ‘১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!’

অভিনেতা জানান, ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন তিনি। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে যান সুরজিৎ। বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না।‘

জানা যায়, মূলত আইসক্রিম, নরম পানীয়র ব্যবসা তার। অভিনেতা বলেন, তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছে নেই তার। ব্যবসাতেই মনোযোগ দিতে চান। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-সহ একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে।

এদিকে সম্প্রতি সুরজিৎ সেনের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী রীতা মন্ডল। এ বিষয়ে রীতা মন্ডল বলেন, বিয়ের ১৭ দিনের মধ্যেই বর সুরজিৎ সেনের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। ‘সুরজিৎ মানুষ নয়, মানসিকতার দিক থেকে ও আমায় দানবের রূপ দেখিয়েছিল। এর পর থেকেই আলোচনায় আসেন সুরজিৎ।