ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় ছাড়ার সিদ্ধান্তটি ভুল ছিল না: সোনিয়া

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৪৯১২ Time View

‘মাস্তান রাজা’ সিনেমাতে শিশুশিল্পী চরিত্রে প্রথমবার সিনেপর্দায় আসেন। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন। অভিনয় করেন ৫০টির মতো সিনেমায়। তবে ক্যারিয়ারের মাঝপথেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। বলছি, ঢাকাই সিনেমার অভিনেত্রী সোনিয়ার কথা।

‘স্বপ্নের ঠিকানা, ‘বাংলার নায়ক’, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’ ‘পরান কোকিলা’ ও ‘ভয়ংকর সাতদিন’, ‘অজান্তে’, ‘মিথ্যার মৃত্যু’ সিনেমার মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।। সর্বশেষ ‘বউ শাশুডির যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে তাকে। ক্যারিয়ারের মধ্যগগনে সিনেমা ছেড়ে দেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনয় থেকে সড়ে দাঁড়ানোসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সোনিয়া বলেন, ‘আমার সমসাময়িক যারা অভিনয় করেছেন তারা কেউ এখন আর নেই। এ কারণে মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি কাজ করলে একটা সময়ে এসে বড় বোন, ভাবি বা অন্য চরিত্রে কাজ করতে হতো। কিন্তু আমি নায়িকা চরিত্রের বাইরে সেগুলোতে আগ্রহী নই।’

তিনি বলেন, ‘রিয়াজের প্রথম সিনেমা (বাংলার নায়ক) আমার সঙ্গে ছিল। আমি দ্বিতীয় সিনেমা ওমর সানী ভাইয়ের সঙ্গে করেছি। এছাড়া নায়ক রাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। সেগুলোর দিকে তাকালে সিনেমায় আমার অবস্থান আরও শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিক্স করা হয়েছে। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিক্সের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে।’

পরিবার নিয়ে বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বাস করছেন সোনিয়া। তিনি বলেন, ‘পরিস্থিতি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল সিনেমা ছেড়ে এখানে (লন্ডন) আসতে হয়েছে। ২০০৪ সাল থেকে আমি সিনেমায় আর নেই।’

সিনেমার সোনালী স্মৃতির পাশাপাশি আক্ষেপের কথাও জানান সোনিয়া। বলেন সেই সময়ের সিনেমা পলিটিক্সের কথাও।

তার ভাষ্য, ‘চুক্তিবদ্ধ হওয়া সিনেমা থেকে আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। একটি সিনেমায় ওমর সানী-মোৗসুমী আপা শুটিং করছেন। দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। আমি চুক্তিবদ্ধও ছিলাম। কিন্তু শুটিংয়ের আগের রাত জানতে পারি আমাকে বাদ দেওয়া হয়েছে। শাবনূরের সঙ্গে একটি সিনেমা থেকে আমার সংলাপ ও গান বাদ দেওয়া হয়েছে। এমন আরও অনেক কিছু আমার সঙ্গে ঘটেছে।’

সোনিয়া বলেন, ‘সিনেমার মধ্যে দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি সেটা কোনোদিন ভুলে যাবার মতো নয়। এখনও অনেকে আমাকে দেখলে আমার বিভিন্ন সিনেমার কথা বলেন। সেগুলো শুনতে ভালোলাগে। সিনেমার সেই দিনগুলোর কথা মনে পড়ে।’

Please Share This Post in Your Social Media

অভিনয় ছাড়ার সিদ্ধান্তটি ভুল ছিল না: সোনিয়া

বিনোদন ডেস্ক
Update Time : ০৯:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

‘মাস্তান রাজা’ সিনেমাতে শিশুশিল্পী চরিত্রে প্রথমবার সিনেপর্দায় আসেন। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন। অভিনয় করেন ৫০টির মতো সিনেমায়। তবে ক্যারিয়ারের মাঝপথেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। বলছি, ঢাকাই সিনেমার অভিনেত্রী সোনিয়ার কথা।

‘স্বপ্নের ঠিকানা, ‘বাংলার নায়ক’, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’ ‘পরান কোকিলা’ ও ‘ভয়ংকর সাতদিন’, ‘অজান্তে’, ‘মিথ্যার মৃত্যু’ সিনেমার মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।। সর্বশেষ ‘বউ শাশুডির যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে তাকে। ক্যারিয়ারের মধ্যগগনে সিনেমা ছেড়ে দেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনয় থেকে সড়ে দাঁড়ানোসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সোনিয়া বলেন, ‘আমার সমসাময়িক যারা অভিনয় করেছেন তারা কেউ এখন আর নেই। এ কারণে মনে হয় সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি কাজ করলে একটা সময়ে এসে বড় বোন, ভাবি বা অন্য চরিত্রে কাজ করতে হতো। কিন্তু আমি নায়িকা চরিত্রের বাইরে সেগুলোতে আগ্রহী নই।’

তিনি বলেন, ‘রিয়াজের প্রথম সিনেমা (বাংলার নায়ক) আমার সঙ্গে ছিল। আমি দ্বিতীয় সিনেমা ওমর সানী ভাইয়ের সঙ্গে করেছি। এছাড়া নায়ক রাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। সেগুলোর দিকে তাকালে সিনেমায় আমার অবস্থান আরও শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিক্স করা হয়েছে। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিক্সের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে।’

পরিবার নিয়ে বর্তমানে লন্ডনে স্থায়ীভাবে বাস করছেন সোনিয়া। তিনি বলেন, ‘পরিস্থিতি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল সিনেমা ছেড়ে এখানে (লন্ডন) আসতে হয়েছে। ২০০৪ সাল থেকে আমি সিনেমায় আর নেই।’

সিনেমার সোনালী স্মৃতির পাশাপাশি আক্ষেপের কথাও জানান সোনিয়া। বলেন সেই সময়ের সিনেমা পলিটিক্সের কথাও।

তার ভাষ্য, ‘চুক্তিবদ্ধ হওয়া সিনেমা থেকে আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। একটি সিনেমায় ওমর সানী-মোৗসুমী আপা শুটিং করছেন। দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। আমি চুক্তিবদ্ধও ছিলাম। কিন্তু শুটিংয়ের আগের রাত জানতে পারি আমাকে বাদ দেওয়া হয়েছে। শাবনূরের সঙ্গে একটি সিনেমা থেকে আমার সংলাপ ও গান বাদ দেওয়া হয়েছে। এমন আরও অনেক কিছু আমার সঙ্গে ঘটেছে।’

সোনিয়া বলেন, ‘সিনেমার মধ্যে দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি সেটা কোনোদিন ভুলে যাবার মতো নয়। এখনও অনেকে আমাকে দেখলে আমার বিভিন্ন সিনেমার কথা বলেন। সেগুলো শুনতে ভালোলাগে। সিনেমার সেই দিনগুলোর কথা মনে পড়ে।’