অভয়ারণ্য, কুমিলা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আদনান – আরমান

- Update Time : ০১:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ১৬৬ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. আর আদনানুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ তামিম মিয়া ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক একা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রঞ্জন ভৌমিক, কাজী ফাহমিদা কানন, শাহ পরাগ রাজু, জাফরিনা আলম জ্যোতি এবং মাহমুদা আক্তার সেতু দায়িত্ব পেয়েছেন। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কিফায়াত উল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুসরাত তাহসিন, অর্থ সম্পাদক হিসেবে মোঃ কাউসার আলম, দপ্তর সম্পাদক হিসেবে মাহমুদা খানম উর্মিলা, প্রচার সম্পাদক হিসেবে কাজী সানজিদা কাঁকন দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি, কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ আহমেদ রিফাত এবং মোঃ তাসনিম ফেরদাউস রিফাত।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস. এম. আর আদনানুল আলম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন ‘অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য গর্বের, একইসাথে এটি বিশাল দায়িত্বও বটে। পরিবেশ সুরক্ষা নিঃসন্দেহে একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা বিশ্বাস করি সততা, সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা দিয়েই আমরা এই কাজটিকে ফলপ্রসূ করে তুলতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমার নেতৃত্বে অভয়ারণ্য টিম প্রতিজ্ঞাবদ্ধ, যেন আমাদের প্রিয় ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারি। পরিবেশ রক্ষা করা একটি নৈতিক এবং সামাজিক দায়িত্ব, যা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। সবাইকে সঙ্গে নিয়ে অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে আমরা একটি দূষণমুক্ত, সবুজ এবং সচেতন ক্যাম্পাস গড়তে কাজ করে যাব।’