ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি
ঢাকা-সিলেট মহাসড়ক

অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল

মো: নাজমুল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১৭৮ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল আর উচ্ছেদ নিয়ে চলছে ভানুমতির খেইল। এ খেলা চলছে হরদম। এ খেলার শেষ কবে হবে জানতে চায় স্থানীয় জনগন।

ফুটপাত দখলের কারনে প্রতিনিয়তই রূপগঞ্জে ঘটছে দুর্ঘটনা। অকালেই প্রাণ হারাচ্ছে মানুষ। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কিছুতেই কিছু হচ্ছে না। দখলদারদের খুঁটির জোর কোথায়, স্থানীয় প্রশাসনকেও তারা তোয়ক্কা করছে না। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবার অদৃশ্য শক্তি বলয়ের মাধ্যমে বিকেলে বা সন্ধ্যায় বা রাতে তা ফের দখল করে নিচ্ছে দখলদাররা। রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় ফুটপাত দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায়ই দখল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, দখল হলে ফের উচ্ছেদ করা হবে। জনগন বলছে, উচ্ছেদ আর দখল এ খেলা চলবে কতকাল?

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নের্তৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার সড়কের দুপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেন। উচ্ছেদের ২ ঘণ্টা পর সন্ধ্যায় আবার ফুটপাত দখল হয়ে যায়।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা-গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করছিল। এর আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গাউছিয়া এলাকার অবৈধ ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রভাবশালীদের তদবিরে ফুটপাতে নিয়মিত চাঁদা তোলা হয়। এর ভাগ যায় বিভিন্ন মহলে। মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, ‘ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহতভাবে চলবে।’ ১ আগস্ট থেকে এক মাস পর্যন্ত এখানে একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম কাজ করবে। এখন থেকে আর কাউকে মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার6 সুযোগ দেওয়া হবে না। দুঃখের বিষয় ১ লা আগষ্ট সকালে কোনো ম্যাজিস্ট্রেট বা ভলান্টিয়ার কাউকেই রাস্তায় দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

ঢাকা-সিলেট মহাসড়ক

অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল

মো: নাজমুল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Update Time : ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল আর উচ্ছেদ নিয়ে চলছে ভানুমতির খেইল। এ খেলা চলছে হরদম। এ খেলার শেষ কবে হবে জানতে চায় স্থানীয় জনগন।

ফুটপাত দখলের কারনে প্রতিনিয়তই রূপগঞ্জে ঘটছে দুর্ঘটনা। অকালেই প্রাণ হারাচ্ছে মানুষ। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কিছুতেই কিছু হচ্ছে না। দখলদারদের খুঁটির জোর কোথায়, স্থানীয় প্রশাসনকেও তারা তোয়ক্কা করছে না। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবার অদৃশ্য শক্তি বলয়ের মাধ্যমে বিকেলে বা সন্ধ্যায় বা রাতে তা ফের দখল করে নিচ্ছে দখলদাররা। রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় ফুটপাত দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায়ই দখল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, দখল হলে ফের উচ্ছেদ করা হবে। জনগন বলছে, উচ্ছেদ আর দখল এ খেলা চলবে কতকাল?

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নের্তৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার সড়কের দুপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেন। উচ্ছেদের ২ ঘণ্টা পর সন্ধ্যায় আবার ফুটপাত দখল হয়ে যায়।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা-গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করছিল। এর আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গাউছিয়া এলাকার অবৈধ ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রভাবশালীদের তদবিরে ফুটপাতে নিয়মিত চাঁদা তোলা হয়। এর ভাগ যায় বিভিন্ন মহলে। মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, ‘ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহতভাবে চলবে।’ ১ আগস্ট থেকে এক মাস পর্যন্ত এখানে একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম কাজ করবে। এখন থেকে আর কাউকে মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার6 সুযোগ দেওয়া হবে না। দুঃখের বিষয় ১ লা আগষ্ট সকালে কোনো ম্যাজিস্ট্রেট বা ভলান্টিয়ার কাউকেই রাস্তায় দেখা যায়নি।