ব্রেকিং নিউজঃ
অবৈধ বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৪১ Time View
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।
সরকারের এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নওরোজ/এসএইচ