অবৈধ দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির মানববন্ধন

- Update Time : ০৩:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৫ Time View
যুব মহিলা লীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামী দখলবাজ, চাঁদাবাজ ‘মকবুল হোসেন সর্দারের অবৈধ দখল থেকে ঢাকা সিটি কর্পোরেশন হতে ১৯৫৪ ইং সনে বরাদ্দপ্রাপ্ত ঢাকা গভঃ নিউ মার্কেটের দোকান নং- ২৬১, ২৬২, ও ২৬৩ দখল মুক্ত করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত “মানববন্ধন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ এর আয়োজন করা হয়।
উক্ত মানব বন্ধনটি আয়োজন করেন “বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির চেয়ারম্যান লিপিকা দাস গুপ্তা।
বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ সমবায় অধিদপ্তরের নিবন্ধনকৃত একটি সমবায় সমিতি। যাহার ৮৭% মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ১৩% মালিকানা সমবায় সমিতি। সংস্থাটি বাংলাদেশ সমবায় অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান, নিবন্ধন নং-০১, তারিখ: ১২-০২-১৯৫৪ খ্রীঃ ।
ভাড়াটিয়া লুনা হোসেন, স্বামী- মকবুল হোসেন সর্দার ধানমন্ডি নিউমার্কেট এলাকার যুব মহিলালীগ নেত্রী। তার স্বামী মকবুল হোসেন সর্দার সমিতির সভাপতি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সমিতির নিয়ম-নীতি লঙ্ঘনপূর্বক নিজে ও তার স্ত্রীকে অবৈধভাবে লাভবান করার জন্য ২৬-০২-২০০৪ইং তারিখে ৫ বছর মেয়াদী একটি দোকান ভাড়ার চুক্তি সম্পাদন করেন।
মেয়াদ ৩১-০৩-২০০৯ইং তারিখে সম্পন্ন হয়। লুনা হোসেনকে মেয়াদান্তে দোকান ছেড়ে দেয়ার নোটিশ প্রদান করলেও ৩০-১২-২০০৮ইং তারিখে আরো ৫ বছরের জন্য আবেদন করেন। জামানতবিহীন বৈষম্যমূলক জামানতের টাকা সমিতির ফান্ডে না রেখে চুক্তি সম্পাদন করায় কার্য নির্বাহী কমিটি উক্ত আবেদন অগ্রাহ্য করেন এবং সেই মোতাবেক ০৩-০৩-২০০৯ইং তারিখে পূণরায় নোটিশ প্রদান করা হয়। ৩১-০৩-২০০৯ইং তারিখে সম্পন্ন হয়। লুনা হোসেনকে মেয়াদান্তে দোকান ছেড়ে দেয়ার নোটিশ প্রদান করলেও ৩০-১২-২০০৮ইং তারিখে আরো ৫ বছরের জন্য আবেদন করেন। জামানতবিহীন বৈষম্যমূলক জামানতের টাকা সমিতির ফান্ডে না রেখে চুক্তি সম্পাদন করায় কার্য নির্বাহী কমিটি উক্ত আবেদন অগ্রাহ্য করেন এবং সেই মোতাবেক ০৩-০৩-২০০৯ইং তারিখে পূণরায় নোটিশ প্রদান করা হয়।
জবরদখলকারী লুনা হোসেন ও তাঁর সুচতুর স্বামী মকবুল হোসেন সর্দার তফশিল বর্ণিত দোকান অবৈধভাবে গ্রাস মানসে ১৪-০৭-২০০৬ইং তারিখে বাংলাদেশ জাতীয় শিল্প সমবায় সমিতি লিঃ এর সেক্রেটারীর স্বাক্ষর জাল করে ‘দোকান ভাড়ার চুক্তি’ এবং ০১-০৪-২০০৯ইং হতে অদ্যাবধি তফশিল বর্ণিত দোকানের জাল চুক্তিনামা সৃজন করে জোরপূর্বক ভোগ দখলে নিয়ত আছে, কল্পকাহিনী সৃষ্টি করে বারবার মিথ্যা ও ভিত্তিহীন মোকাদ্দমা আনয়ন করে তাদের দখল দীর্ঘায়িত করার অবকাশ পেয়েছে।
প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয় শিল্প সমবায় সমিতি লিঃ এর সাথে তাদের কোন বৈধ ভাড়াটিয়া চুক্তি নাই এবং তারা কেউই বৈধ ভাড়াটিয়া নয়। যুবমহিলা লীগ নেত্রী ও জবরদখলকারী লুনা হোসেন ও তাঁর স্বামী বিএনপি নেতা মকবুল হোসেন সর্দার পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও আইনী জটিলতার আবর্তে বাংলাদেশ জাতীয় শিল্প সমবায় সমিতি লিঃ এর তফশিল বর্ণিত দোকান দখলে রাখতে যেমন জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে। লুনা হোসেন গংদের আর্জি বারংবার বিজ্ঞ আদালত কর্তৃক খারিজ হলেও তারা অত্যন্ত পরিকল্পিতভাবে উক্ত সম্পত্তি ও দোকান চিরতরে গ্রাস করার নিমিত্তে একের পর মামলা দায়ের করে দোকান ভোগদখল করে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়