অবসরে গেলেও চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন পিবিআই প্রধান

- Update Time : ০৬:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৮৩ Time View
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার অবসরে গেলেও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। দুই এক দিনের মধ্যে জারি হওয়া অবসরে যাওয়ার প্রজ্ঞাপন বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।
জানা গেছে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের বয়স গত ১৯ জুলাই ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।
তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ২০২৪ সালের ২০ জুলাই থেকে ২০২৫ সালের ১৯ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
২০২২ সালের ২২ জানুয়ারি বনজ কুমার মজুমদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার।
গত আট বছর ধরে পিবিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন বনজ কুমার মজুমদার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আদলে তৈরি পিবিআই চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা, নায়ক সালমান শাহ হত্যা মামলা, সগিরা মোর্শেদ হত্যা মামলা ও মোনায়েম হত্যা সহ বহু ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রশংসিত হয়েছে।
পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চলতি মাসের ২০ তারিখে বনজ কুমার মজুমদারের সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। এই জন্য প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি।
এদিকে, এটিউর প্রধান ও অতিরিক্ত আইজিপি রুহুল আমিন আজ কর্মদিবস শেষ করেছেন। আগামীকাল পুলিশ সদর দপ্তরে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।