ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৮৯ Time View

নিজের প্রথম সিরিজ দিয়েই বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুক্তির পর নেটিজেনরা নেটফ্লিক্সের ‘ব্যাডস অব বলিউড’ নিয়ে মুগ্ধ।

সিরিজটি বিভিন্ন দেশে ট্রেন্ডিংয়ে রয়েছে, রিলস ও মিম তৈরি হয়েছে এবং ভক্তরা নানা রকম ফ্যান থিওরি গড়ে তুলেছে।

মুক্তির পর সিরিজ নিয়ে তুমুল আলোচনার মাঝেও চুপ ছিলেন আরিয়ান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে তিনি সিরিজটি নিয়ে কথা বলেছেন।

আরিয়ান বলেন, ‘‘যখনই জিনিসগুলো কঠিন হয়ে যেত, আমি জয়রাজের (সিরিজের একটি চরিত্র) কণ্ঠ শোনার মতো মনে করতাম, ‘হারাতে আর হার মেনে নেয়াতে অনেক ফারাক আছে’। প্রথমে মনে হয়েছিল এটি অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝতে পারলাম এটি কেবল ঘুমের অভাব এবং ক্লান্তি। তবু সেই দর্শনই আমাকে চালিয়ে যেতে সাহায্য করত। এখন দেখছি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটি আমার জন্য আবেগপ্রবণ মুহূর্ত।”

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা অসাধারণ ছিল। যা আমার গল্প হিসেবে শুরু হয়েছিল, তা এখন দর্শকদের হয়ে গেছে। নেটফ্লিক্সের কারণে গল্পটি বিশ্বজুড়ে ঘরে ঘরে পৌঁছেছে।’

গৌরী খানের প্রযোজিত সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এসএস রাজামৌলী, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসি প্রমুখকে।

Please Share This Post in Your Social Media

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক
Update Time : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নিজের প্রথম সিরিজ দিয়েই বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুক্তির পর নেটিজেনরা নেটফ্লিক্সের ‘ব্যাডস অব বলিউড’ নিয়ে মুগ্ধ।

সিরিজটি বিভিন্ন দেশে ট্রেন্ডিংয়ে রয়েছে, রিলস ও মিম তৈরি হয়েছে এবং ভক্তরা নানা রকম ফ্যান থিওরি গড়ে তুলেছে।

মুক্তির পর সিরিজ নিয়ে তুমুল আলোচনার মাঝেও চুপ ছিলেন আরিয়ান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে তিনি সিরিজটি নিয়ে কথা বলেছেন।

আরিয়ান বলেন, ‘‘যখনই জিনিসগুলো কঠিন হয়ে যেত, আমি জয়রাজের (সিরিজের একটি চরিত্র) কণ্ঠ শোনার মতো মনে করতাম, ‘হারাতে আর হার মেনে নেয়াতে অনেক ফারাক আছে’। প্রথমে মনে হয়েছিল এটি অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝতে পারলাম এটি কেবল ঘুমের অভাব এবং ক্লান্তি। তবু সেই দর্শনই আমাকে চালিয়ে যেতে সাহায্য করত। এখন দেখছি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটি আমার জন্য আবেগপ্রবণ মুহূর্ত।”

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা অসাধারণ ছিল। যা আমার গল্প হিসেবে শুরু হয়েছিল, তা এখন দর্শকদের হয়ে গেছে। নেটফ্লিক্সের কারণে গল্পটি বিশ্বজুড়ে ঘরে ঘরে পৌঁছেছে।’

গৌরী খানের প্রযোজিত সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এসএস রাজামৌলী, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসি প্রমুখকে।