অবশেষে বাগদানের আংটি প্রকাশ্যে দেখালেন রাশমিকা
- Update Time : ১২:৪৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৮৮ Time View
দীর্ঘদিনের জল্পনা শেষে অবশেষে প্রকাশ্যে এলো রাশমিকা মান্দানার আঙুলে বাগদানের ঝলমলে আংটি, যা দেখে হতবাক অনুরাগীরা। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তার গোপন বাগদানের গুঞ্জন এবার যেন আরও জোরালো হলো।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টকশোতে উপস্থিত হয়েছিলেন রাশমিকা। আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন।
অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টকশো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি।
সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত, তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি তুমি এই বিজয়ের মালিক?’
জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’
সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































