ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপ্রতিরোধ্য সালমান খান, চমকে দিলেন ভক্তদের

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৪ Time View

বয়স যে কেবল কাগজের হিসাব এই কথার জীবন্ত প্রমাণ যেন আবারও দিলেন বলিউডের চিরসবুজ ‘ভাইজান’ সালমান খান। ৬০ বছরে পা রেখেও তার চোখে-মুখে এক ফোঁটাও ক্লান্তির ছাপ নেই, বরং আগুন ঝরানো লুকে, রক্তগরম উপস্থিতিতে দর্শকদের রীতিমতো শিউরে তুলেছে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজার। নিজের জন্মদিনেই এমন বিস্ফোরক উপহার দিয়ে সালমান যেন স্পষ্ট করে দিলেন—সময় তাকে ছুঁতে পারেনি, তিনি এখনো পর্দার অপ্রতিরোধ্য যোদ্ধা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছর পূর্ণ করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ২৬ ডিসেম্বর তারিখ ভোর রাত থেকেই সালমানের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল তার ফার্ম হাউসে। যেখানে উপস্থিত ছিলেন, তার পরিবারের লোক এবং কাছের মানুষজন। আর এদিনই অনুরাগীদের সালমান উপহার দিলেন, ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির টিজার। যেখানে তাকে দেখা যায়, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।

প্রকাশিত টিজারে দেখা যায়, ‘ব্যাটেল অফ গালওয়ানে’র টিজার শুরু হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে সালমান (কর্নেল সন্তোষ) আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতে নিয়ে শত্রু নিধন করতে দেখা যায় সালমান খানকে।

টিজারের সবশেষে বলিউড সুপারস্টারের কণ্ঠে শোনা যায়, ‘মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই’। টিজারে তার এমন ডায়লগ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভক্ত মহল।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’। যেখানে কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে বলিউড ভাইজানকে। যিনি সেসময়ে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে সেনা জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য মাস দুয়েক আগে থেকে বেশ কসরত করেছিলেন সালমান খান। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। ভাইজানের সেই কসরত এখন বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকমহল।

Please Share This Post in Your Social Media

অপ্রতিরোধ্য সালমান খান, চমকে দিলেন ভক্তদের

বিনোদন ডেস্ক
Update Time : ১১:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বয়স যে কেবল কাগজের হিসাব এই কথার জীবন্ত প্রমাণ যেন আবারও দিলেন বলিউডের চিরসবুজ ‘ভাইজান’ সালমান খান। ৬০ বছরে পা রেখেও তার চোখে-মুখে এক ফোঁটাও ক্লান্তির ছাপ নেই, বরং আগুন ঝরানো লুকে, রক্তগরম উপস্থিতিতে দর্শকদের রীতিমতো শিউরে তুলেছে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজার। নিজের জন্মদিনেই এমন বিস্ফোরক উপহার দিয়ে সালমান যেন স্পষ্ট করে দিলেন—সময় তাকে ছুঁতে পারেনি, তিনি এখনো পর্দার অপ্রতিরোধ্য যোদ্ধা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছর পূর্ণ করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ২৬ ডিসেম্বর তারিখ ভোর রাত থেকেই সালমানের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল তার ফার্ম হাউসে। যেখানে উপস্থিত ছিলেন, তার পরিবারের লোক এবং কাছের মানুষজন। আর এদিনই অনুরাগীদের সালমান উপহার দিলেন, ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির টিজার। যেখানে তাকে দেখা যায়, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।

প্রকাশিত টিজারে দেখা যায়, ‘ব্যাটেল অফ গালওয়ানে’র টিজার শুরু হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে সালমান (কর্নেল সন্তোষ) আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতে নিয়ে শত্রু নিধন করতে দেখা যায় সালমান খানকে।

টিজারের সবশেষে বলিউড সুপারস্টারের কণ্ঠে শোনা যায়, ‘মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই’। টিজারে তার এমন ডায়লগ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভক্ত মহল।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’। যেখানে কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে বলিউড ভাইজানকে। যিনি সেসময়ে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে সেনা জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য মাস দুয়েক আগে থেকে বেশ কসরত করেছিলেন সালমান খান। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। ভাইজানের সেই কসরত এখন বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকমহল।