ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘটনায় গ্রেপ্তার ৯

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩ Time View

অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘটনায় গ্রেপ্তার ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিল মো. নূর হাদীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, বুধবার রাত থেকে আজ সকল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, চাটখিল থানা থেকে দুইজন এবং চরজব্বর থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম। অপরাধীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘটনায় গ্রেপ্তার ৯

নোয়াখালী প্রতিনিধি
Update Time : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘটনায় গ্রেপ্তার ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিল মো. নূর হাদীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, বুধবার রাত থেকে আজ সকল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, চাটখিল থানা থেকে দুইজন এবং চরজব্বর থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম। অপরাধীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।