অপারেশন ডেভিল হান্ট : টঙ্গীতে আটক ১৯

- Update Time : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৬ Time View
গাজীপুরের টঙ্গীতে চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গীর দুই থানায় ১৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তারা সবাই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অপ্রীতিকর ঘটনায় দায়েরকৃত মামলায় আটক বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ সূত্রে এ সংবাদ জানা যায়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ‘রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা সদর থানায় দায়েরকৃত সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় চালান হবে। ৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে ১১ জন আটক হয়েছে। তারা সবাই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় চালান হবে এদিকে কালিগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, ‘অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী।’