অপরাজিতা পারিসার দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

- Update Time : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ১৭৭ Time View
ভোরের আকাশে উদীয়মান সূর্যের সোনালী আলোর মত সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ১৬ জানুয়ারী জমকালো আয়োজনে রাজধানী মিরপুর ১০ নম্বর শহিদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত দুই দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীলতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে উদ্যোক্তা মেলার আয়োজন করেছে অপরাজিতা পারিসার স্বত্তাধিকারী জান্নাতুল ফেরদৌস পারিসা।
যেখানে পিঠা পুলি থেকে শুরু করে হস্তশিল্প, বাচ্চাদের খেলনা এছাড়াও নানান পন্যের পসরা নিয়ে ২০টি স্টল সাজানো হয়েছে। প্রথম দিন মেলায় ফিতা ও কেক কেটে শুভ সূচনা করেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অন্তু করিম।
আরও উপস্হিত ছিলেন উদ্যোক্তাদের নিয়ে এগিয়ে চলা পদ্মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম, ই-ক্যাব ইয়ুথ ফোরাম এর সাবেক সভাপতি মোঃ রাকিব হাসানসহ অন্যান্য গুনীজনবৃন্দ ।
এই মেলাটি উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছে যা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে আরো উৎসাহিত করবে। এ সময় মেলার ২০টি স্টল ঘুরে দেখেন তারা।