ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না: উপদেষ্টা ফরিদা

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ১২১ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটি অন্য বিষয়। এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত এক দিনও থাকতে চায় না।

রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন আগের অবস্থায় ফিরে না যায়। আগের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারবো না কিন্তু সঠিকভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারে জন আখাঙ্ক্ষা পূর্ণ করার মতো তাহলে অবশ্যই হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে। যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভালো সরকার গঠিত হতে পারে পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না।

বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না: উপদেষ্টা ফরিদা

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটি অন্য বিষয়। এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত এক দিনও থাকতে চায় না।

রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন আগের অবস্থায় ফিরে না যায়। আগের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারবো না কিন্তু সঠিকভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারে জন আখাঙ্ক্ষা পূর্ণ করার মতো তাহলে অবশ্যই হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এ সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে। যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভালো সরকার গঠিত হতে পারে পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না।

বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।

নওরোজ/এসএইচ