“উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট খুঁজছেন” বক্তব্যে তোলপাড়

- Update Time : ০৮:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২৯ Time View
উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট খুঁজছেন-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহবায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যে হৈচৈ পড়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এনিয়ে কানাঘুষায় লিপ্ত হন। রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।
ত্যাগ ও নিষ্ঠার সাথে বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন শেষে স্বচ্ছতা প্রমাণের জন্য গদির লোভ ত্যাগ করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপি’র আহবায়কের দায়িত্ব গ্রহণকারী নাহিদ ইসলামের বক্তব্যকে সময়ের সাহসী বক্তব্য হিসেবে উল্লেখ করে কেউ কেউ বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন অঙ্গনে তোলপাড় চলছে।
একটি বেসরকারী টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ এনে বলেন, ‘রাজনৈতিক নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিলো ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া।
তিনি আরো বলেন, নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। তিনি দাবি করে বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব’।
উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট খুঁজছেন
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়