ব্রেকিং নিউজঃ
অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

নওরোজ স্পোর্টস ডেস্ক
- Update Time : ১১:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ২১২ Time View
অপেক্ষার পালা শেষে বুধবার অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। এমন দিনে দুপুর দুইটার দিকে মিরপুরে আসেন তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে করেছেন অনুশীলন।
জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকেই ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন রিয়াদ। এরই মধ্যে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি।
যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়