অনলাইনে লাভের ফাঁদ, প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

- Update Time : ০৯:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৩৪৮ Time View

প্রতারণা করে গ্রাহকদের তিন কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার ঢাকার কদমতলী থানার দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় হোসেন রিফাতকে।
অনলাইন প্রতারণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মোঃ মেহেদী হাসান আরাফাত-(২৫) নামে এক যুবকের কাছ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাত করা হৃদয় হোসেন ওরফে রিফাত-(২৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই।
ঘটনার ৪ মাস পর গত মঙ্গলবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার একটি দল ঢাকার কদমতলী থানার নুরপুর-দনিয়া এলাকার নাজমা মঞ্জিলের ৫ম তলার ৫০২নং ফ্ল্যাট থেকে প্রতারক হৃদয় হোসেন ওরফে রিফাতকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির নামে করা ৩টি পাসপোর্ট, বিভিন্ন কোম্পানীর ১০টি অচল মোবাইল ফোন, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংকসহ একাধিক ব্যাংকের ১৮টি ভিসা ডেবিট কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রতারক হৃদয় হোসেন ওরফে রিফাত ঠাকুরগাঁও জেলার থানা-রানীশংকাই উপজেলার হোসেন গাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ঢাকার কদমতলী থানার নূরপুর এলাকার নাজমা মঞ্জিলের ৫ম তলার ৫০২নং ফ্ল্যাটে বসবাস করে।
আজ বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন ওরফে রিফাতকে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল হক-এর আদালতে সোপর্দ করলে রিফাত ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের যাদব আলীর ছেলে মোঃ মেহেদী হাসান আরাফাতের সাথে অন লাইনের মাধ্যমে হৃদয় হোসেন ওরফে রিফাতের পরিচয় হয়। পরে হৃদয় হোসেন ওরফে রিফাত মেহেদী হাসানকে অনলাইনে টাকা বিনিয়োগ করলে বিরাট লাভবান হওয়া যাবে বলে জানায়।
হৃদয় হোসেন ওরফে রিফাতের কথায় লোভে পড়ে মেহেদী একটি ওয়েবসাইটে প্রথমে ৫০০ টাকা বিনোয়োগ করে। পরে তাকে ব্যবহার ১১০০ টাকা দেয়া হয়। পরে মেহেদী আবার ১০,০০০ হাজার টাকা বিনিয়োগ করলে তাকে ১৬,০০০ হাজার টাকা ফেরত দেয়া হয়। পরে মেহেদী আবার ৫০,০০০হাজার টাকা বিনিয়োগ করলে এই টাকা আটকে দেয়া হয়। পরে রিফাত মেহেদীকে জানায় বড় অংকের টাকা বিনিয়োগ করতে হবে। রিফাতের কথামতো মেহেদী গত মে মাসের ৩১ তারিখ থেকে জুন মাসের ৪ তারিখ পর্যন্ত মোট ৩৫ লাখ ৫০ হাজার ৭৬৫ টাকা প্রতারণা করে নিয়ে যায়। ওই ঘটনায় ১৮ আগস্ট সরাইল থানায় মামলা দায়ের করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়