অতিতে যারা ক্ষমতায় ছিল সবাই দূর্নীতি করেছে: ফজলুল করীম
- Update Time : ০৩:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৩৫ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। করেছে লুটপাট আর দুর্নীতি। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিন তিন বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
এসময় ফয়জুল করিম আরো বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জণগন তা হারে হারে বুঝতে পারবে।
তিনি আরো বলেন বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃক্সখলা ও জণগনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।



























































































































































































