অটো মোবাইল ওয়ার্কশপে হত্যা মামলার আসামি গ্রেফতার
- Update Time : ১০:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ২০১ Time View
রাজধানীর সবুজবাগে এসএসও অটো মোবাইলস্ ওয়ার্কশপে প্রাইভেট কার মেরামত করতে গেলে গাড়ীর মালিক মোঃ সোহেল মিয়া (৩৮) কে নৃশংসভাবে হত্যা করে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপরে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ শামীম হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মোঃ নাসিরুজ্জামান রুবেলকে (৪২) গত ৬ নভেম্বর রাত ১০ টার পর চাঁদপুরের হাজীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব-৩ ও র্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩১ অক্টোবর দুপুর ১২ টায় মোঃ সোহেল মিয়া (৩৮) নিজের প্রাইভেটকার সবুজবাগ এলাকার ঝিলপাড় জামে মসজিদের পাশে এসএসও অটো মোবাইলস্ ওয়ার্কশপে মেরামত করতে যায়।
ওয়ার্কশপের মালিক মোঃ নাসিরুজ্জামান (৪২) ভিকটিম মোঃ সোহেল মিয়া (৩৮) এর কাছ থেকে পাওনা দুই লক্ষ টাকা আদায়ের জেরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভিকটিমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্য মোটর ওয়ার্কশপ থেকে লাশ নিয়ে যাত্রবাড়ী হানিফ ফ্লাইওভারের উপরে ফেলে রেখে চলে আসে।
র্যাব-৩ এর শামীম হোসেন আরও জানান, হানিফ ফ্লাইওভার থেকে গত ১ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় পুলিশ লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী শারমিন সুলতানা বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা রুজুর পর থেকে গ্রেফতারকৃত আসামি স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।গ্রেফতারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




























































































































































































