অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

- Update Time : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৯১ Time View
গাজীপুর মহানগর টঙ্গী স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে আহত করেছে এক অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মোঃ সাইদ (সিরা টেঙ্গো-১১) দায়িত্ব পালনকালে এক অটোরিকশা চালককে মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক মোস্তাকিন (৩৫), পিতা মৃত তৈয়ব আলী, গ্রাম শিবপাশা, থানা আজমিরিগঞ্জ, জেলা হবিগঞ্জ; বর্তমান ঠিকানা দত্তপাড়া কসাইবাড়ি, গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা চালক মোস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একজন কর্মকর্তার উপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।