ব্রেকিং নিউজঃ
অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১

আরিফুল হক নভেল
- Update Time : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ২৮৫ Time View
গত ২০/০৪/২০২৪ তারিখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকার বানিয়াখালী গ্রামের তোতা মিয়ার বসত বাড়ীতে রান্না করা খাবারের সাথে বিষ জাতীয় দ্রব্য (ঘুমের ঔষধ) মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর।
একই রাতে পার্শ্ববর্তী একই গ্রামের গ্রামপুলিশ শ্রী নারায়ন চন্দ্র এর বাড়ী থেকে অনুরূপ খাবারে ঔষধ মিশিয়ে সকলকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর।

উক্ত আসামী মোঃ দুলাল হাওলাদার তার অপর সহযোগী মোঃ আলামিন হাওলাদার ওরফে কসাই আলামিন (৪২) পিতা- দেলোয়ার হাওলাদার, সাং- উত্তর কদমতলা, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট এর বিষয়ে তথ্য প্রদান করে।
পলাতক আসামী মোঃ আলামিন হাওলাদার ওরফে কসাই আলামিনকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দুলাল হাওলাদার অত্র মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। অত্র ঘটনার প্রেক্ষিতে মোঃ ফেরদৌস হাওলাদার মোড়েলগঞ্জ থানায় গিয়ে এজাহার দায়ের করেন।