ব্রেকিং নিউজঃ
৯৯৯ এ ফোন দিয়ে যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী
Reporter Name
- Update Time : ০৯:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ২৮৫ Time View
চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ফরিদপুরের রথখোলা যৌনপল্লীতে ঠাঁই নেওয়া এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
তরুণীর বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়। যৌনপল্লীতে তার ইচ্ছের বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য করা হতো। কৌশলে ওই তরুণী সোমবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাকে উদ্ধারের কথা জানান। পরে ৯৯৯ থেকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তরুণীর স্বজনদের খবর দেওয়া হলে তারা থানায় এসে তরুণীকে নিয়ে যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল।