৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
- Update Time : ১০:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৯৩ Time View
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৭ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান। এর আগে গতকাল সোমবার রাতে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে শিশুটিকে।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর থানাধীন উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারনে স্বামী তার ৭ মাসের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে স্ত্রীকে বাড়ী থেকে বের করে দেয়।
পরে স্ত্রী পারিবারিক ভাবে একাধিক লোকজনের মাধ্যমে দুধের শিশুকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দারস্থ হন। পরে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ২ ঘন্টার মধ্যে ৭ মাসের দুধের শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিযেছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে শিশুটিকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়