ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১৭৪ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবর্ণা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাত বছর পার হলেও বিচার সম্পন্ন হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পূর্বাচল, উপশহরের ১ নম্বর, সেক্টরে, ইউসুফগঞ্জ স্কুলের সামনে সুবর্ণার স্মরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে সুবর্ণার বাবা রাকিব মিয়া বলেন, ‘আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিচার চাইতে গিয়ে আমি এখন নিজেই হুমকির মুখে পড়েছি। মামলাটি তুলে নিতে ছাত্রদলের সাবেক নেতা রাসেল, সাব্বির, শান্তসহ কয়েকজন আসামিপক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে।’

সুবর্ণার চাচা মো. রাশেদ বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় আমাকে পূর্বাচল থেকে রাসেল ও তার বাহিনীর লোকজন অপহরণ করে বাগানবাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমার পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং ৬ জনকে গ্রেপ্তার করে।’

বিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া বলেন, ‘সুবর্ণা আমাদের বন্ধু ছিল। আমরা তার হত্যার বিচার চাই। যেন আর কোনো মেয়ের এমন পরিণতি না হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘অপহরণের ঘটনায় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল জড়িত। এ ঘটনায় রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ধর্ষণ ও হত্যা মামলার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। নতুন করে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগেও মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Update Time : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবর্ণা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাত বছর পার হলেও বিচার সম্পন্ন হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পূর্বাচল, উপশহরের ১ নম্বর, সেক্টরে, ইউসুফগঞ্জ স্কুলের সামনে সুবর্ণার স্মরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে সুবর্ণার বাবা রাকিব মিয়া বলেন, ‘আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিচার চাইতে গিয়ে আমি এখন নিজেই হুমকির মুখে পড়েছি। মামলাটি তুলে নিতে ছাত্রদলের সাবেক নেতা রাসেল, সাব্বির, শান্তসহ কয়েকজন আসামিপক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে।’

সুবর্ণার চাচা মো. রাশেদ বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় আমাকে পূর্বাচল থেকে রাসেল ও তার বাহিনীর লোকজন অপহরণ করে বাগানবাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমার পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং ৬ জনকে গ্রেপ্তার করে।’

বিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া বলেন, ‘সুবর্ণা আমাদের বন্ধু ছিল। আমরা তার হত্যার বিচার চাই। যেন আর কোনো মেয়ের এমন পরিণতি না হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘অপহরণের ঘটনায় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল জড়িত। এ ঘটনায় রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ধর্ষণ ও হত্যা মামলার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। নতুন করে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগেও মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’