৭ কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাবি ছাত্রলীগের মতবিনিময় সভা

- Update Time : ০৩:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৪ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আগামী ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ছাত্র শিক্ষক কেন্দ্র)টিএসসিতে এ মতবিনিময় সভা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের একাডেমিক নানা সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে, সাত কলেজ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐতিহ্যবাহী সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে। এতে অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা অনেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আন্দেলন করছে। আমরা তাদের কথা শুনতে চাই। তাদের সমস্যার কথা জানতে চাই। তাদের দাবি যদি উপাচার্য, শিক্ষামন্ত্রী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রয়োজন হয় সেটি আমরা করবো।
সাত কলেজের ছাত্রলীগের রাজনীতি পরিচালনা করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, তবে ৭ কলেজ ঢাবির অধিভুক্ত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাত কলেজ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে- এটিই স্বাভাবিক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়