ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
তাবাসসুমের নেতৃত্বে আওয়ামী প্রেতাত্মারা এখনো সক্রিয় ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ইসরাইলি সব পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ সুপারমার্কেট ফিলিস্তিনের পক্ষ নেয়ায় ইংলিশ কিংবদন্তি লিনেকারকে ছাঁটাই করল বিবিসি কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থী দিলেন সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে ভুল বুঝানোর চেষ্টা করছে সরকারের উপদেষ্টা : ইশরাক সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না : রিজভী

৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনছে রয়েল এনফিল্ড

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / ১১৮ Time View

প্রথমবারের মতো রয়েল এনফিল্ড ৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনার ঘোষণা দিল। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে। এখন পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

নতুন ক্যাফে রেসারটি একটি বর্লি, মনজা-স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিসেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে।

সিট এবং জ্বালানি ট্যাঙ্কও ৭৫০ সিসি ইন্টারসেপ্টর থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে এবং স্পষ্টতই এই ক্যাফে রেসারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হল সিটের নিচে একটি গোলাকার প্যানেল, যা সদ্য লঞ্চ হওয়া বিয়ার ৬৫০ মডেলেও রয়েছে।

হার্ডওয়্যারে সবচেয়ে বড় পরিবর্তন হল সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেকের সংযোজন, যা রয়েল এনফিল্ডের বিদ্যমান ৬৫০ সিসি মডেলের সিঙ্গেল ডিস্ক সেটআপের তুলনায় অনেক বেশি ব্রেকিং ক্ষমতা প্রদান করবে। পরীক্ষামূলক বাইকটি অ্যালয় হুইল ব্যবহার করেছে। সাসপেনশন সেটআপ হিসাবে রয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক। আশা করা হচ্ছে ইউএসডি ফর্ক এর হায়ার মডেলের জন্য সংরক্ষিত থাকবে। ইঞ্জিনের কথা বলতে গেলে, নতুন মোটরটি বিদ্যমান ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের তুলনায় ৫-৭ বিএইচপি বেশি ক্ষমতা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান মডেলটি থেকে পাওয়া যায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক।

প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি কোম্পানির আধুনিক এবং শক্তিশালী মোটরসাইকেল প্রদানে এক নতুন অধ্যায় যোগ করবে। আশা করা হচ্ছে, ক্যাফে রেসার স্টাইলে ডিজাইন করা এই বাইকটি স্পোর্টি লুক এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজারে একটি বিশেষ স্থান অধিকার করবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনছে রয়েল এনফিল্ড

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো রয়েল এনফিল্ড ৭৫০ সিসির ক্যাফে রেসার বাইক আনার ঘোষণা দিল। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে। এখন পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

নতুন ক্যাফে রেসারটি একটি বর্লি, মনজা-স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিসেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে।

সিট এবং জ্বালানি ট্যাঙ্কও ৭৫০ সিসি ইন্টারসেপ্টর থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে এবং স্পষ্টতই এই ক্যাফে রেসারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হল সিটের নিচে একটি গোলাকার প্যানেল, যা সদ্য লঞ্চ হওয়া বিয়ার ৬৫০ মডেলেও রয়েছে।

হার্ডওয়্যারে সবচেয়ে বড় পরিবর্তন হল সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেকের সংযোজন, যা রয়েল এনফিল্ডের বিদ্যমান ৬৫০ সিসি মডেলের সিঙ্গেল ডিস্ক সেটআপের তুলনায় অনেক বেশি ব্রেকিং ক্ষমতা প্রদান করবে। পরীক্ষামূলক বাইকটি অ্যালয় হুইল ব্যবহার করেছে। সাসপেনশন সেটআপ হিসাবে রয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক। আশা করা হচ্ছে ইউএসডি ফর্ক এর হায়ার মডেলের জন্য সংরক্ষিত থাকবে। ইঞ্জিনের কথা বলতে গেলে, নতুন মোটরটি বিদ্যমান ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের তুলনায় ৫-৭ বিএইচপি বেশি ক্ষমতা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান মডেলটি থেকে পাওয়া যায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক।

প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি কোম্পানির আধুনিক এবং শক্তিশালী মোটরসাইকেল প্রদানে এক নতুন অধ্যায় যোগ করবে। আশা করা হচ্ছে, ক্যাফে রেসার স্টাইলে ডিজাইন করা এই বাইকটি স্পোর্টি লুক এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজারে একটি বিশেষ স্থান অধিকার করবে।

নওরোজ/এসএইচ