ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

৭০ বছর বয়সে বিয়ে করলেন হাল্ক হোগান

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৯৫ Time View

৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মার্কিন প্রাক্তন পেশাদার রেসলার এবং হলিউড অভিনেতা হাল্ক হোগান।

৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে জুটি বেঁধেছেন ডব্লিউডিব্লিউিই এর এই তারকা। পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে চার্চে বিয়ে সারেন হাল্ক হোগান ও স্কাই ডেইলি।

পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন হাল্ক ও স্কাই। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। এটি কিংবদন্তি এই রেসলারের তৃতীয় বিয়ে।

বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন। আর ডেইলি সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন।

স্কাই ডেইলি পেশায় একজন শরীরচর্চার প্রশিক্ষক ও হিসাবরক্ষক। এরআগে চলতি বছরের জুলাই মাসে তারা দু’জনে এনগেজমেন্ট করেছিলেন।

সে সময় হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ডেইলিকে ফ্লোরিডায় একটি রেস্টুরেন্টে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই আংটিটির দাম ছিল প্রায় এক লাখ মার্কিন ডলার।

প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হাল্ক হোগানের।

এরপরেই স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান এই রেসলার। দ্বিতীয় স্ত্রী জেনিফারের সঙ্গে প্রায় ১১ বছর সংসার করেছিলেন তিনি।

২০১০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিকে হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান।

১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের দীর্ঘ ২৬ বছরের সংসার ছিল। দম্পতির দুই সন্তান। অন্যদিকে হাল্কের মতোই স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে।

তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। হাল্ক হোগান রেসলার হিসেবে দুনিয়ায় বেশ পরিচিত মুখ।

তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

৭০ বছর বয়সে বিয়ে করলেন হাল্ক হোগান

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মার্কিন প্রাক্তন পেশাদার রেসলার এবং হলিউড অভিনেতা হাল্ক হোগান।

৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে জুটি বেঁধেছেন ডব্লিউডিব্লিউিই এর এই তারকা। পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে চার্চে বিয়ে সারেন হাল্ক হোগান ও স্কাই ডেইলি।

পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন হাল্ক ও স্কাই। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হোগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। এটি কিংবদন্তি এই রেসলারের তৃতীয় বিয়ে।

বিয়েতে হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন। আর ডেইলি সাদা রঙের চাকচিক্যময় গাউন পরেছেন।

স্কাই ডেইলি পেশায় একজন শরীরচর্চার প্রশিক্ষক ও হিসাবরক্ষক। এরআগে চলতি বছরের জুলাই মাসে তারা দু’জনে এনগেজমেন্ট করেছিলেন।

সে সময় হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে ডেইলিকে ফ্লোরিডায় একটি রেস্টুরেন্টে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই আংটিটির দাম ছিল প্রায় এক লাখ মার্কিন ডলার।

প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হাল্ক হোগানের।

এরপরেই স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান এই রেসলার। দ্বিতীয় স্ত্রী জেনিফারের সঙ্গে প্রায় ১১ বছর সংসার করেছিলেন তিনি।

২০১০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিকে হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান।

১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের দীর্ঘ ২৬ বছরের সংসার ছিল। দম্পতির দুই সন্তান। অন্যদিকে হাল্কের মতোই স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে।

তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। হাল্ক হোগান রেসলার হিসেবে দুনিয়ায় বেশ পরিচিত মুখ।

তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত।