৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো গাজীপুরের কারখানার আগুন

- Update Time : ১২:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৩ Time View
প্রায় ৬ ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুরের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিটের চেষ্টায় শনিবার রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় আগুন লাগে। ঘটনার পরপরই কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আটটি ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টা পর রাত সোয়া আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুনে নিচতলা ও তিন তলায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়