ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
পুরো জেলা জুড়ে উৎসব মুখর পরিবেশ

৪ দিনের সফরে কাল নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ২২৮ Time View

কাজী বাবলা, পাবনা: আগামীকাল সোমবার, ১৫ মে ৪ দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পুরো পাবনা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সর্বত্র ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো।

পুরনো ভবনগুলো নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। শহরের দালান, দোকান, বাগান আলোকসজ্জায় ভিন্ন চেহারা ধারণ করেছে। রাষ্ট্রপতির যাতাযাতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধন করা হয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাষ্ট্রপতিকে বরণ করতে পুরো শহরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিনই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

হাতি, বাদ্যসহকারে বিশাল র্যালিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ করছে।

সফরসূচি অনুযায়ী, কাল ১৫ মে সকালে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হ্যালিপ্যাডে অবতরণ করবেন।

পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর বিশ্রাম নেবেন। এরপর বেলা সোয়া একটায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বেলা দেড়টায় তিনি শহরের আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন।

এরপর স্কয়ার বাগানবাড়ির পারিবারিক কবরস্থান পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সার্কিট হাউসে ফিরে রাত যাপন করবেন।

১৬ মে সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। এদিন বিকেল ৩ টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রায় আড়াই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।

১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করে ১৮ মে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো পাবনা জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকেফেলা হয়েছে। প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এসএসএফ, পিজিআর, ডিজিএফআই,এনএসআই, পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় অনুষ্ঠানস্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য। পরে তাকে ক্লাবের সাধারণ সভায় আজীবন সদস্য করা হয়। বর্তমান রাষ্ট্রপতি ১৯৭৫ সালে দৈনিক বাংলার বাণীর জেলা প্রতিনিধির দায়িত্ব পালনকালে পাবনা প্রেসক্লাবের সদস্য হন। আমরা মহামান্য রাষ্ট্রপতির আগমনে আনন্দিত, উৎফুল্ল এবং আবেগাপ্লুত।

তিনি আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, তিনি ক্লাবে মঞ্চে বসবেন না। সাংবাদিকদের সঙ্গে অকৃত্রিমসময় কাটাবেন। এদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের প্রিয় সতীর্থকে বরণ করতে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে বরণ উপলক্ষ্যে ক্লাব ভবন আলোকসজ্জা এবং সংস্কারসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণের ২০ দিন পর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ১৫ মে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ বলেন, ‘সাহাবুদ্দিনের পাবনায় কয়েকটি আড্ডার একটি ছিল পাবনা প্রেসক্লাব। সেই মো. সাহাবুদ্দিন আজ দেশের রাষ্ট্রপতি হয়ে পাবনা সফরকালে প্রেসক্লাবে আসবেন। এ যে কী আনন্দের তা বলে বোঝানো যাবে না। ‘

১৬ মে বিকেল ৩ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রায় আড়াই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। নাগরিক সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহবায়ক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও সাবেক সম্পাদক আব্দুলমতিন খানকে সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব আব্দুল মতীন খান বলেন, আমাদের রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে আমরা যা যা করণীয় তাই করবো ইনশাল্লাহ। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনার জন্য আমরা প্রস্তুত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান হবে।

Please Share This Post in Your Social Media

পুরো জেলা জুড়ে উৎসব মুখর পরিবেশ

৪ দিনের সফরে কাল নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

কাজী বাবলা, পাবনা: আগামীকাল সোমবার, ১৫ মে ৪ দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পুরো পাবনা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সর্বত্র ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো।

পুরনো ভবনগুলো নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। শহরের দালান, দোকান, বাগান আলোকসজ্জায় ভিন্ন চেহারা ধারণ করেছে। রাষ্ট্রপতির যাতাযাতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধন করা হয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাষ্ট্রপতিকে বরণ করতে পুরো শহরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিনই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

হাতি, বাদ্যসহকারে বিশাল র্যালিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ করছে।

সফরসূচি অনুযায়ী, কাল ১৫ মে সকালে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হ্যালিপ্যাডে অবতরণ করবেন।

পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর বিশ্রাম নেবেন। এরপর বেলা সোয়া একটায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বেলা দেড়টায় তিনি শহরের আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন।

এরপর স্কয়ার বাগানবাড়ির পারিবারিক কবরস্থান পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সার্কিট হাউসে ফিরে রাত যাপন করবেন।

১৬ মে সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। এদিন বিকেল ৩ টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রায় আড়াই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।

১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করে ১৮ মে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো পাবনা জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকেফেলা হয়েছে। প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এসএসএফ, পিজিআর, ডিজিএফআই,এনএসআই, পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় অনুষ্ঠানস্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য। পরে তাকে ক্লাবের সাধারণ সভায় আজীবন সদস্য করা হয়। বর্তমান রাষ্ট্রপতি ১৯৭৫ সালে দৈনিক বাংলার বাণীর জেলা প্রতিনিধির দায়িত্ব পালনকালে পাবনা প্রেসক্লাবের সদস্য হন। আমরা মহামান্য রাষ্ট্রপতির আগমনে আনন্দিত, উৎফুল্ল এবং আবেগাপ্লুত।

তিনি আরো বলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, তিনি ক্লাবে মঞ্চে বসবেন না। সাংবাদিকদের সঙ্গে অকৃত্রিমসময় কাটাবেন। এদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের প্রিয় সতীর্থকে বরণ করতে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে বরণ উপলক্ষ্যে ক্লাব ভবন আলোকসজ্জা এবং সংস্কারসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণের ২০ দিন পর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ১৫ মে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ বলেন, ‘সাহাবুদ্দিনের পাবনায় কয়েকটি আড্ডার একটি ছিল পাবনা প্রেসক্লাব। সেই মো. সাহাবুদ্দিন আজ দেশের রাষ্ট্রপতি হয়ে পাবনা সফরকালে প্রেসক্লাবে আসবেন। এ যে কী আনন্দের তা বলে বোঝানো যাবে না। ‘

১৬ মে বিকেল ৩ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে প্রায় আড়াই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। নাগরিক সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহবায়ক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও সাবেক সম্পাদক আব্দুলমতিন খানকে সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব আব্দুল মতীন খান বলেন, আমাদের রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে আমরা যা যা করণীয় তাই করবো ইনশাল্লাহ। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনার জন্য আমরা প্রস্তুত। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান হবে।