৩৭ হাজার ইয়াবার মামলায় এক রোহিঙ্গার জামিন স্থগিত

- Update Time : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২৬২ Time View
কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় এক রোহিঙ্গাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (২ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করে আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।
গত বছরের ২ মে রাতে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে আসামির বাম হাতে ধরা অবস্থায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
ওই রোহিঙ্গা উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। পরে মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আমিন উদ্দিন মানিক জানান, আসামির বয়স ১৭ বছর ৫ মাস দেখানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন।
কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় এক রোহিঙ্গাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত আট সপ্তাহের জন্য জামিনাদেশ স্থগিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়