২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কোন দলের খেলা কবে
- Update Time : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৩৯ Time View
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরের দিনক্ষণ চূড়ান্ত। ৪৮টি দল, ১২টি গ্রুপ এবং ৩টি আয়োজক দেশ নিয়ে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন। বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বচ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসে। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে ও ২৮ জুন জর্ডানের বিপক্ষে সকাল ৮টায়।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৪ জুন। নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় সেলেসাওদের প্রতিপক্ষ মরক্কো। ২০ জুন ফিলাডেলফিয়াতে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির বিপক্ষে সকাল ৭টায়। পরের ম্যাচ মায়ামিতে ভোর ৪টায় নামবে স্কটল্যান্ডের বিপক্ষে।
এবারের বিশ্বকাপে প্রথম পর্বে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। এরপর ৩২টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্বের উত্তেজনা। দীর্ঘ এক মাসের লড়াই শেষে ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল।
দেখে নিন ২০২৬ বিশ্বকাপের সূচি
১১ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি রাত ১টা
১২ জুন গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–উয়েফা প্লে অফ ডি গুয়াদালহারা সকাল ৮টা
১২ জুন গ্রুপ ‘বি’: কানাডা–উয়েফা প্লে অফ এ টরন্টো রাত ১টা
১৩ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস ভোর ৭টা
১৩ জুন গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া–উয়েফা প্লে অফ সি ভ্যাঙ্কুভার সকাল ১০টা
১৩ জুন গ্রুপ ‘বি’: কাতার–সুইজারল্যান্ড সান ফ্রান্সিসকো রাত ১টা
১৪ জুন গ্রুপ ‘সি’: ব্রাজিল–মরক্কো নিউইয়র্ক–নিউজার্সি ভোর ৪টা
১৪ জুন গ্রুপ ‘সি’: হাইতি–স্কটল্যান্ড বোস্টন সকাল ৭টা
১৪ জুন গ্রুপ ‘ই’: জার্মানি–কুরাসাও হিউস্টন রাত ১১টা
১৪ জুন গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–জাপান ডালাস রাত ২টা
১৫ জুন গ্রুপ ‘ই’: আইভরিকোস্ট–ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
১৫ জুন গ্রুপ ‘এফ’: উয়েফা প্লে অফ বি–তিউনিসিয়া মন্তেরেই সকাল ৮টা
১৫ জুন গ্রুপ ‘এইচ’: স্পেন–কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
১৫ জুন গ্রুপ ‘জি’: বেলজিয়াম–মিসর সিয়াটল রাত ১টা
১৬ জুন গ্রুপ ‘এইচ’: সৌদি আরব–উরুগুয়ে মায়ামি ভোর ৪টা
১৬ জুন গ্রুপ ‘জি’: ইরান–নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
১৬ জুন গ্রুপ ‘জে’: অস্ট্রিয়া–জর্ডান সান ফ্রান্সিসকো সকাল ১০টা
১৬ জুন গ্রুপ ‘আই’: ফ্রান্স–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
১৭ জুন গ্রুপ ‘আই’: ফিফা প্লে অফ ২–নরওয়ে বোস্টন ভোর ৪টা
১৭ জুন গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–আলজেরিয়া কানসাস সিটি সকাল ৭টা
১৭ জুন গ্রুপ ‘কে’: পর্তুগাল–ফিফা প্লে অফ ১ হিউস্টন রাত ১১টা
১৭ জুন গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
১৮ জুন গ্রুপ ‘এল’: ঘানা–পানামা টরন্টো ভোর ৫টা
১৮ জুন গ্রুপ ‘কে’: উজবেকিস্তান–কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
১৮ জুন গ্রুপ ‘এ’: উয়েফা প্লে অফ ডি–দক্ষিণ আফ্রিকা আটলান্টা রাত ১০টা
১৮ জুন গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড–উয়েফা প্লে অফ এ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
১৯ জুন গ্রুপ ‘বি’: কানাডা–কাতার ভ্যাঙ্কুভার ভোর ৪টা
১৯ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ কোরিয়া গুয়াদালহারা সকাল ৭টা
১৯ জুন গ্রুপ ‘ডি’: উয়েফা প্লে অফ সি–প্যারাগুয়ে সান ফ্রান্সিসকো সকাল ১০টা
১৯ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
২০ জুন গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–মরক্কো বোস্টন ভোর ৪টা
২০ জুন গ্রুপ ‘সি’: ব্রাজিল–হাইতি ফিলাডেলফিয়া সকাল ৭টা
২০ জুন গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–জাপান মন্তেরেই সকাল ১০টা
২০ জুন গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–উয়েফা প্লে অফ বি হিউস্টন রাত ১১টা
২১ জুন গ্রুপ ‘ই’: ইকুয়েডর–কুরাসাও কানসাস সিটি ভোর ৬টা
২১ জুন গ্রুপ ‘এইচ’: স্পেন–সৌদি আরব আটলান্টা রাত ১০টা
২১ জুন গ্রুপ ‘জি’: বেলজিয়াম–ইরান লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২২ জুন গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–কেপ ভার্দে মায়ামি ভোর ৪টা
২২ জুন গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–মিসর ভ্যাঙ্কুভার সকাল ৭টা
২২ জুন গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–অস্ট্রিয়া ডালাস রাত ১১টা
২৩ জুন গ্রুপ ‘আই’: নরওয়ে–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি সকাল ৬টা
২৩ জুন গ্রুপ ‘জে’: জর্ডান–আলজেরিয়া সান ফ্রান্সিসকো সকাল ৯টা
২৩ জুন গ্রুপ ‘কে’: পর্তুগাল–উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
২৩ জুন গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ঘানা বোস্টন রাত ২টা
২৪ জুন গ্রুপ ‘এল’: পানামা–ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫টা
২৪ জুন গ্রুপ ‘কে’: কলম্বিয়া–ফিফা প্লে অফ ১ গুয়াদালাহারা সকাল ৮টা
২৪ জুন গ্রুপ ‘বি’: কানাডা–সুইজারল্যান্ড ভ্যাঙ্কুভার রাত ১টা
২৪ জুন গ্রুপ ‘বি’: উয়েফা প্লে অফ এ–কাতার সিয়াটল রাত ১টা
২৫ জুন গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–ব্রাজিল মায়ামি ভোর ৪টা
২৫ জুন গ্রুপ ‘সি’: মরক্কো–হাইতি আটলান্টা ভোর ৪টা
২৫ জুন গ্রুপ ‘এ’: মেক্সিকো–উয়েফা প্লে অফ ডি মেক্সিকো সিটি সকাল ৭টা
২৫ জুন গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা মন্তেরেই সকাল ৭টা
২৫ জুন গ্রুপ ‘ই’: ইকুয়েডর–জার্মানি নিউইয়র্ক–নিউজার্সি রাত ২
২৫ জুন গ্রুপ ‘ই’: কুরাসাও–আইভরিকোস্ট ফিলাডেলফিয়া রাত ২টা
২৬ জুন গ্রুপ ‘এফ’: জাপান–উয়েফা প্লে অফ বি ডালাস ভোর ৫টা
২৬ জুন গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–নেদারল্যান্ডস কানসাস সিটি ভোর ৫টা
২৬ জুন গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–উয়েফা প্লে অফ সি লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা
২৬ জুন গ্রুপ ‘ডি’: প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া সান ফ্রান্সিসকো সকাল ৮টা
২৬ জুন গ্রুপ ‘আই’: নরওয়ে–ফ্রান্স বোস্টন রাত ১টা
২৬ জুন গ্রুপ ‘আই’: সেনেগাল–ফিফা প্লে অফ ২ টরন্টো রাত ১টা
২৭ জুন গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা
২৭ জুন গ্রুপ ‘এইচ’: কেপ ভার্দে–সৌদি আরব হিউস্টন সকাল ৬টা
২৭ জুন গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–বেলজিয়াম ভ্যাঙ্কুভার সকাল ৯টা
২৭ জুন গ্রুপ ‘জি’: মিসর–ইরান সিয়াটল সকাল ৯টা
২৭ জুন গ্রুপ ‘এল’: পানামা–ইংল্যান্ড নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
২৭ জুন গ্রুপ ‘এল’: ক্রোয়েশিয়া–ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা
২৮ জুন গ্রুপ ‘কে’: কলম্বিয়া–পর্তুগাল মায়ামি ভোর ৫–৩০ মি.
২৮ জুন গ্রুপ ‘কে’: ফিফা প্লে অফ ১–উজবেকিস্তান আটলান্টা ভোর ৫–৩০ মি.
২৮ জুন গ্রুপ ‘জে’: জর্ডান–আর্জেন্টিনা ডালাস সকাল ৮টা
২৮ জুন গ্রুপ ‘জে’: আলজেরিয়া–অস্ট্রিয়া কানসাস সিটি সকাল ৮টা
২৮ জুন ম্যাচ ৭৩: এ ২–বি২ লস অ্যাঞ্জেলেস রাত ৩টা
২৯ জুন ম্যাচ ৭৬: সি১–এফ হিউস্টন রাত ১১টা
২৯ জুন ম্যাচ ৭৪: ই১–এ/বি/সি/ডি/এফ–৩ বোস্টন রাত ২–৩০ মি.
৩০ জুন ম্যাচ ৭৫: এফ১–সি২ মন্তেরেই সকাল ৭টা
৩০ জুন ম্যাচ ৭৮: ই২–আই২ ডালাস রাত ১১টা
৩০ জুন ম্যাচ ৭৭: আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩ নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
৪ জুলাই ম্যাচ ৯০: জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫ হিউস্টন রাত ১১টা
৪ জুলাই ম্যাচ ৮৯: জয়ী ম্যাচ ৭৮–জয়ী ম্যাচ ৭৭ ফিলাডেলফিয়া রাত ৩টা
৫ জুলাই ম্যাচ ৯১: জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮ নিউইয়র্ক/নিউজার্সি রাত ২টা
৬ জুলাই ম্যাচ ৯২: জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০ মেক্সিকো সিটি সকাল ৬টা
৬ জুলাই ম্যাচ ৯৩: জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪ ডালাস রাত ১টা
৭ জুলাই ম্যাচ ৯৪: জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২ সিয়াটল সকাল ৬টা
৭ জুলাই ম্যাচ ৯৫: জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮ আটলান্টা রাত ১০টা
৭ জুলাই ম্যাচ ৯৬: জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭ ভ্যাঙ্কুভার রাত ২টা
৯ জুলাই ম্যাচ ৯৭: জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০ বোস্টন রাত ২টা
১০ জুলাই ম্যাচ ৯৮: জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪ লস অ্যাঞ্জেলেস রাত ১১টা
১১ জুলাই ম্যাচ ৯৯: জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২ মায়ামি রাত ৩টা
১২ জুলাই ম্যাচ ১০০: জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬ কানসাস সকাল ৭টা
১৪ জুলাই ম্যাচ ১০১: জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮ ডালাস রাত ১টা
১৫ জুলাই ম্যাচ ১০২: জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০ আটলান্টা রাত ১টা
১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মায়ামি রাত ৩টা
১৯ জুলাই ফাইনাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়















































































































































































