ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

২০২৪ সালে ৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য দায়ী ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৯ Time View

২০২৪ সালজুড়ে বিশ্বে রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই তৃতীয়াংশের বেশি সাংবাদিক ইসরাইলি বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এ তথ্য জানিয়েছে।

সিপিজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২৪ সালে ১৮টি দেশের ১২৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশই গাজায়।

সিপিজে জানায়, গত বছর গাজায় ৮৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সংস্থাটি ৩৬ বছর ধরে সাংবাদিক হত্যার তথ্য রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ১০২ জন সাংবাদিককে হত্যা করা হয়। আর এর আগের বছর ৬৯ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন।

গাজায় সাংবাদিকদের হত্যার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ সম্পর্কিত খুব বেশি তথ্য তাদের কাছে নেই। তবে তারা বেসামরিক জনগণ ও সাংবাদিকদের ক্ষতি যাতে না হয় সে জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে।

গাজার পর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাকিস্তান ও সুদানে।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হওয়ার জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকদের ওপর নজিরবিহীন প্রভাব ফেলেছে এবং যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষার বিষয়ে বৈশ্বিক মানদণ্ডের বড় ধরনের অবনতি ঘটিয়েছে। তবে সাংবাদিকদের জন্য হুমকি কেবল গাজায় সীমাবদ্ধ নয়।

Please Share This Post in Your Social Media

২০২৪ সালে ৭০ শতাংশ সাংবাদিক হত্যার জন্য দায়ী ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

২০২৪ সালজুড়ে বিশ্বে রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই তৃতীয়াংশের বেশি সাংবাদিক ইসরাইলি বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এ তথ্য জানিয়েছে।

সিপিজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২৪ সালে ১৮টি দেশের ১২৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশই গাজায়।

সিপিজে জানায়, গত বছর গাজায় ৮৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সংস্থাটি ৩৬ বছর ধরে সাংবাদিক হত্যার তথ্য রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ১০২ জন সাংবাদিককে হত্যা করা হয়। আর এর আগের বছর ৬৯ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন।

গাজায় সাংবাদিকদের হত্যার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ সম্পর্কিত খুব বেশি তথ্য তাদের কাছে নেই। তবে তারা বেসামরিক জনগণ ও সাংবাদিকদের ক্ষতি যাতে না হয় সে জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে।

গাজার পর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাকিস্তান ও সুদানে।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হওয়ার জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকদের ওপর নজিরবিহীন প্রভাব ফেলেছে এবং যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষার বিষয়ে বৈশ্বিক মানদণ্ডের বড় ধরনের অবনতি ঘটিয়েছে। তবে সাংবাদিকদের জন্য হুমকি কেবল গাজায় সীমাবদ্ধ নয়।