১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা
- Update Time : ০৭:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ২২ Time View
দেশের তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না।
যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক হতে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছেন না। এর ফলে কয়েন নিয়ে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও, জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেনের জন্য তা সরবরাহ করা হচ্ছে না।
এর ফলে, ধাতব মুদ্রার চাহিদা থাকা সত্ত্বেও মানুষ ব্যাংক থেকে কয়েন সংগ্রহ করতে পারছেন না। এই পরিস্থিতি মোকাবিলায়, জনগণের লেনদেন সুবিধার জন্য ব্যাংকগুলোর শাখাগুলোতে যথাযথ পরিমাণ ১, ২ ও ৫ টাকার কয়েন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় কার্যালয় এবং ফিডিং শাখায় যথাক্রমে ১ টাকার কয়েন ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১৫ হাজার পিস থাকতে হবে। অন্যান্য শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ৫ হাজার পিস থাকতে হবে। উপশাখাগুলোতে অবশ্য ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, যদি কোনো শাখায় ধাতব মুদ্রার পরিমাণ কমে যায়, তবে তারা স্থানীয় ফিডিং শাখা বা বাংলাদেশ ব্যাংক থেকে আরও কয়েন সংগ্রহ করতে পারবে। এ নির্দেশনা বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়